বাংলা ২য় পত্র চুড়ান্ত সাজেশন – এস.এস.সি পরীক্ষা ২০১৯ - Academic Help Bd ।। A Family of Learning

আপডেট

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 24, 2018

বাংলা ২য় পত্র চুড়ান্ত সাজেশন – এস.এস.সি পরীক্ষা ২০১৯


এস.এস.সি পরীক্ষা ২০১৯
সাজেশন
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র


রচনামূলক অংশের জন্য: ৬০

১। অনুচ্ছেদ লিখঃ ৫
(ক) ইন্টারনেট
(খ) পরিবেশ দূষণ
(গ) নববর্ষ
(ঘ) সড়ক দূর্ঘটনা
(ঙ) নারী শিক্ষা
(চ) বই পড়া
(ছ) জানযট/বিদ্যুৎবিভ্রাট
(জ) বই/ বইমেলা/২১শে ফ্রেব্রুয়ারি
(ঝ) বিশ্বায়ন
(ঞ) নিরক্ষরতা দূরী করন

২। দরখাস্ত/ পত্র লিখ ( যে কোন একটি) ৫

(ক) বিনা বেতনে অধ্যায়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখ।
(খ) শিক্ষা সফরে যাওয়ার জন্য/বিখ্যাত কারো জন্মবার্ষিকী বা মৃত্যূবার্ষিকী উদযাপন/ মঞ্চনাটক করার জন্য/ স্কুল কেনটিন/ শহীদ মিনার স্থাপন/ বির্তকক্লাব প্রতিষ্ঠা/ লাইব্রেরী স্থাপন / কমনরুম বা নিউজরুম সুবিধা/ রোভার স্কাউট প্রভৃতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখ।
(গ) দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখ।
(ঘ) প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখ।
(ঙ) কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখ।
(চ) মাধ্যমিক পরীক্ষার পর অবসর সময় সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখ।
(ছ) ঐতিহাসিক স্থানের বনর্ণা দিয়ে বন্ধুকে পত্র দাও।
(জ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে/বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বর্ণনা করে অথবা বিদ্যুৎবিভ্রাট নিয়ে অথবা তোমার এলাকায় বন্যার্ত সাহায্যের জন্য/ তোমার এলাকায় রাস্তাসংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সংবাদ পত্রের মাধ্যমে পত্র/ প্রতিবেদন লিখ।

৩। সারাংশ লেখ। ১০

(ক) জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ————
(খ) স্বাধীন হবার জন্য ——-
(গ) বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ—–
(ঘ) প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে —-
(ঙ) শ্রমকে শ্রদ্ধার সংগে গ্রহন কর ——–
(চ) অতীতকে ভুলে যাও————
(ছ) কীসে হয় মর্যাদা————
(জ) তুমি জীবনকে সার্থক সুন্দর————
(ঝ) মানুষ সৃষ্টির সেরা প্রাণী————
(ঞ) মানুষের মূল্য কোথায়?————

অথবা, সারমর্ম লিখ : ১০

(ক) সার্থক জনম আমরা জন্মেছি ——
(খ) বহুদিন ধরে বহুক্রোস দুরে –
(গ) শৈশবে সদুপদেশ যাহার না —
(ঘ) বঝুমতি কেন , তুমি এতই
(ঙ) কোথায় স্বর্গ, কোথায় নরক—
(চ) দন্ডিতার সাথে————
(ছ) দৈন্য আসে আসুক———
(জ)পরের মুখে শেখা বুলি————
(ঝ)ছোট ছোট বালি কনা ——
(ঞ) হউক সে জ্ঞানী —

৪। ভাবসম্প্রসারণ লিখঃ (একটি) ১০

(ক) পরিশ্রম সৈভাগ্যের প্রসুতি
(খ) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
(গ) দূর্নিতি জাতির সকল উন্নতির অন্তরায়।
(ঘ) সকলের তরে সকলে আমরা
(ঙ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন ।
(চ) দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য
(ছ)বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
(জ)কীর্তিমানের মৃত্যূনেই
(ঝ)স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেইজন
(ঞ)ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ

৫। প্রতিবেদন লেখঃ ১০

(ক) তোমার এলাকায় বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রতিবেদন
(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিবেদন
(গ) মাদকাশক্তি যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ।
(ঘ)তোমার এলাকায় ক্রীড়া প্রতিযোগীতা উদযাপন উপলক্ষে প্রতিবেদন
(ঙ) খাদ্য ভেজাল নিয়ে প্রতিবেদন
(চ)তোমার স্কুলে বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে প্রতিবেদন

৬। যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখঃ ২০

(ক) ১.শ্রমের মর্যাদা ২.অধ্যবসয় ৩. বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য
(খ) বই মেলা / শহীদ দিবস
(গ) মানব কল্যানে বিজ্ঞান
(ঘ) কম্পিউটার বিজ্ঞানের বিস্ময়/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(ঙ) একটি শিতের সকাল
(চ) পরিবেশ দূষণ ও প্রতিকার
(ছ)ছাত্র সমাজ
(জ)বৃক্ষরোপণ
(ঝ)স্বদেশপ্রেম
(ঞ)মাদকাসক্তি

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here